টানা বৃষ্টিতে তলিয়েছে সিলেট নগরীর সব প্রধান সড়ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিলেটে ২৪ ঘন্টায় ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে গত ২ থেকে ৩ দিনের টানা বৃষ্টিপাতে সিলেটের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত রাতে বৃষ্টির প্রকোপ বাড়লে পানি ঢুকে পড়ে বিভিন্ন বাসাবাড়িতে। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েন মানুষ।
টানা বৃষ্টিতে সিলেট নগরীর উপশহরের সব প্রধান সড়ক তলিয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেননি ব্যবসায়ীরা। ভারি বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সিলেটের সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি।