কাল নোয়াখালী পৌরসভা নির্বাচন। ইভিএম পদ্ধতিতে ভোট নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মেয়র পদে ৭, কাউন্সিলরে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। সকালে জিলা স্কুল মাঠে ব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনের সরাঞ্জমাদিও কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তাকর্মীরা এসব বুঝে নেন। মেয়র পদে ৬, কাউন্সিলরে ৬৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।