আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এদিনে হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকেই দেশকে স্বাধীন করার জন্য প্রথম বৈঠক ও যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার-বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল ঠিক করা হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গণকে ভাগ করা হয় ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে। এখান থেকেই নিজের পিস্তল থেকে গুলি ছুঁড়ে যুদ্ধের সূচনা ঘোষণা করেন জেনারেল এমএজি ওসমানী। স্বাধীনতার পর এখানে দেশের প্রথম বুলেট আকৃতির মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। কিন্তু স্বাধীনতার ৪৯ বছরেও ঐতিহাসিক এ স্থানটি সংরক্ষণ করা হয়নি। সব প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো নির্মাণ হয়নি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স।