সাংবাদিকদের জন্য নতুন কোন আইন হচ্ছে না : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সাংবাদিকরা অন্যায় করলে ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে প্রেস কাউন্সিল আইন হচ্ছে, এমন তথ্য নাকচ করে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই তথ্য জানান। গতকাল রাজশাহীতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া তথ্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের জন্য নতুন কোন আইন হচ্ছে না। গণমাধ্যম আইন নিয়ে খুব শিগগিরই সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসবে সংসদীয় কমিটি। নবম ওয়েজ বোর্ড নিয়ে মামলা জট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ড. হাছান মাহমুদ।