শেখ হাসিনার নির্বাচন কমিশন, আ’লীগের কৃতদাস হয়ে কাজ করতো: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ২১২৫ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন তৈরী করতেন, যারা আওয়ামী লীগের কৃতদাস হয়ে কাজ করতো। তাদের কাছে অবাধ সুষ্ট নির্বাচনের কোনো মুল্যই ছিলো না।
দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















