রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে আজ মাঠে নামছে বার্সেলোনা

- আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে আজ মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষে ইতালিয়ান ক্লাব নাপোলি। বাংলাদেশে সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। একই সময় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে ইংলিশ ক্লাব চেলসি।
সান পাওলোতে নাপোলির আতিথ্য নেবে বার্সেলোনা। এর আগে, ফুটবল ইতিহাসের সমৃদ্ধ এই দুই দল কখনই মুখোমুখি হয়নি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে। ইতালি-স্পেনের ধ্রুপদী ফুটবল শৈলি প্রথমবার মঞ্চস্থ হবে নাপোলির ঘরের মাঠে। আসরে অ্যাওয়ে ম্যাচের বিবর্ণ ফর্ম কাতালানদের দুশ্চিন্তা। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৬ সালের পর অ্যাওয়ে ম্যাচে ইতিলিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন বার্সা। তবে, এসবকে ছাপিয়ে জয়ের জন্যই মাঠে নামবে বার্সা। লিগে চার ম্যাচের গোলখরা কাটিয়ে সবশেষ ম্যাচে চার গোল কোরে কাতালানদের স্বপ্নস্বারথী লিওনেল মেসি। তাই সতর্ক নাপোলি। এদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে চেলসি-বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যান যাই হোক জয় দিয়ে প্রথম লেগে এগিয়ে থাকতেই মাঠে নামবে দু’দল।