মহসীন ফখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৯:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসীন ফখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিরক্ষা উপদেষ্টা হোসেইন দেহাগান এই খুনের বদলা নেয়ার হুমকি দেয়ার পর একথা বলেন দেশটির প্রেসিডেন্ট। এর আগে এই হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কাজের নিন্দা করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। শুক্রবার তেহরানের অদূরে এক শহরে আইআরজিসি’র বিগ্রেডিয়ার জেনারেল ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রধান- ফখরিজাদেহর গাড়িতে আততায়ীরা প্রথমে বোমা নিক্ষেপ ও পরে গুলি করে তাকে হত্যা করে। ওই হামলার পর তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি প্রাণ হারান। পশ্চিমাদের অভিযোগ- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির উপায় নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করতেন মহসীন ফখরিজাদেহ। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে ইরান।