মঙ্গলবার বৃষ্টিস্নাত বইমেলা হয়ে উঠেছিল সজীব আর প্রাণবন্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মঙ্গলবার বিকেলে পাঠক-দর্শনার্থীর স্রোত কম থাকলেও সন্ধ্যার পর বৃষ্টিস্নাত বইমেলা হয়ে উঠেছিল সজীব আর প্রাণবন্ত। মেলা শেষ দিকে হওয়ায় বই বিক্রি বেড়েছে বলে জানান লেখক ও প্রকাশকরা।
বিকেলে বৃষ্টির কারণে মেলায় ক্রেতা-দর্শনার্থী কিছুটা কম হলেও সন্ধ্যার পর বইমেলা হয়ে উঠেছিল সজীব আর প্রাণবন্ত। বইমেলা শেষ পর্যায় বিবেচনায় অনেকে হালকা বৃষ্টি উপেক্ষা করে মেলায় এসে প্রিয় লেখকদের বই কিনছেন। এমন পরিবেশে সুন্দরভাবে বই কিনতে পেরে খুশি পাঠকরা। এদিকে, লেখক ও প্রকাশকরা জানান, মেলার শেষ দিকে বই বিক্রি বেড়েছে। শেষ সময়ে মেলা আরো জমজমাট হয়ে উঠবে বলে আশা মেলার আয়োজকদের।