বিদেশি সিরিয়াল চালাতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিডিআর ট্রাজেডির দিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকালে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যান। তারেক রহমানের সাথে ফোনে বারবার কথা বলেছেন। এসব বিষয় তদন্তের দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে ডিরেক্টর গিল্ডের সাথে এক আলোচনা শেষে তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর তদন্তের কথা বলেছেন। তাদের দলের সাথে বিডিআর ট্রাজেডির যোগসূত্রের তদন্ত হওয়া উচিৎ। তবে এতবড় ঘটনার বিচার বাংলাদেশ সরকার সুষ্ঠুভাবে করতে পেরেছে এটি একটা সাফল্য। মন্ত্রী বলেন, সরকার তিনবার ক্ষমতায় থাকার কারণে দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকে নানা অপকর্ম করছে। তাদের বিচার হচ্ছে। তথ্যমন্ত্রী জানান, এখন থেকে বিদেশি সিরিয়াল চালাতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। বিদেশি শিল্পী দিয়ে নাটক সিরিয়াল বানাতে ট্যাক্স দিতে হবে।