পূজার ছুটি শেষে চবি ক্যাম্পাস জমে উঠছে চাকসু নির্বাচনের প্রচারণায়

- আপডেট সময় : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৫১৯ বার পড়া হয়েছে
পূজার ছুটি শেষে, ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আবারও সরব হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর নানান আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।
দুর্গাপূজার ছুটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-চাকসু নির্বাচনের প্রচারণায় কিছুটা স্থবিরতা এলেও, বন্ধ ছিলো না। প্রার্থীরা অনলাইনেই চালিয়েছেন প্রচার-প্রচারণা।
রোববার বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে আবারো ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ অন্যান্য প্রার্থীরাও শুরু করেছে প্রচারণা। বিশ্ববিদ্যালয়ের অনুষদ, ঝুপড়ি, স্টেশন, শাটল সবখানেই ভোটারদের কাছে নিজেদের ইশতেহার ও ব্যালট নাম্বারসহ লিফলেট পৌঁছে দিচ্ছেন। চেয়েছেন দোয়া এবং মূল্যবান ভোট।
তবে, বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথেই… ক্যাম্পাসে ফেরেনি সব শিক্ষার্থী। তাই, প্রচারণা পুরোপুরি জমে উঠতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে মনে করছেন প্রার্থীরা।
চাকসু নির্বাচনে ৯০৭ জন প্রার্থী পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন। এরমধ্যে ৪১৫ জন কেন্দ্রীয়তে, ৪৭২ জন হল সংসদে এবং ২০ জন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচন।