দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৯:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১৬১২ বার পড়া হয়েছে
দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিটে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, ইসি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর একটি হোটেলে, পলিসি সামিটের আয়োজন করে জামায়েত ইসলামি বাংলাদেশ।
এতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক শীর্ষ নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্ব।
উদ্বোধনী বক্তব্যে জামাতের আমীর ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসনের একটি অংশ পক্ষপাত মূলক আচরণ করছে। জামায়াত সরকার গঠন করলে, দেশের উন্নয়নের নানা পরিকল্পনার কথাও জানান তিনি।
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে, দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলেও দাবি করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

















