টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
 - / ১৮২৭ বার পড়া হয়েছে
 
দীর্ঘ ভোগান্তির পর টাঙ্গাইলের মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক
হয়েছে। এর আগে ফিটনেস বিহিন পরিবহন, সেতুর উপর দুর্ঘটনা, টোল আদায় বন্ধ থাকায় গভীররাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চলাচলে ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।
গতকাল দুপুর ৩টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে এক রকম ফাঁকা হয়ে পড়েছে মহাসড়ক। এর আগে সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ব্যাপক যানজট দেখা যায়। এতে মহাসড়কের টাঙ্গাইল আশিকপুর বাইপাস হতে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, পুরো মহাসড়কে তেমন কোন পরিবহন নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি।
																			
																		















