কুড়িগ্রামে গর্তে ভরা রাস্তায় জনভোগান্তি
- আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৩০ বার পড়া হয়েছে
সড়কে অসংখ্য গর্তে জমে আছে বৃষ্টির কাদা পানি। তার ওপর দিয়ে হেলে-দুলে চলছে যানবাহন, ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। জন সাধারণের ভোগান্তি কমাতে পৌরসভার আওতায় থাকা রাস্তার সংষ্কারের আশ্বাস কর্তৃপক্ষের। সড়ক বিভাগের অংশ অনুমোদনের অপেক্ষায় সড়ক বিভাগ।
কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় দুই কিলোমিটার ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহরপার্ক পর্যন্ত পৌরসভার প্রায় দেড় কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী।
অথচ এই সড়কে পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামালসহ চালের আড়ৎ, কাপড় মার্কেটসহ অন্যান্য গুরুত্বপুর্ণ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও এই সড়ক দু’টি দিয়েই চলাচল করছে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক যানবাহনও। দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তিতে যানবাহনের চালক ও পথচারীরা। দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের।
এদিকে, পৌরসভার আওতায় থাকা গুরুত্বপুর্ণ সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস মিললেও গত এক বছর ধরে মন্ত্রণালয়ে আটকে থাকা দরপত্রের অনুমোদনের অপেক্ষায় সড়ক বিভাগ। অনুমোদন পেলে দ্রুত কাজ করার কথা জানায় সড়ক বিভাগ।
জেলা শহরের অভ্যন্তরে সড়ক বিভাগের ২ কিলোমিটার ও পৌরসভার দেড় কিলোমিটারসহ ক্ষতিগ্রস্থ সড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ কিলোমিটার।

















