ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে নকশী সূচি শিল্পীদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
আসন্ন ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে জামালপুরে নকশী সূচী শিল্পিদের।
জেলায় আড়াই থেকে ৩ লাখ নকশী সূচী শিল্পী রয়েছেন। ঈদ কেন্দ্র করে ব্লক-বাটিকসহ সুই-সুতায় নানা ডিজাইন, রঙ আর বর্ণে তারা ফুটিয়ে তুলেছেন নকশী কাথা, বেডকভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবী, সালোয়ার-কামিজসহ বিভিন্ন রকম পোশাক। জামালপুরের মান সম্পন্ন সূচিপণ্য ইতোমধ্যেই দখল করেছে ঢাকাসহ দেশের সব বড়ো শহরের বাজার। ঈদের বাজারে প্রায় ২৫০টি শোরুম থেকে এবার ৩০ থেকে ৩৫ কোটি টাকা বিক্রি হবে বলে আশাবাদী স্থানীয় সূচি ব্যবসায়ীরা।