ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ক্লপ শিষ্যরা।
অ্যানফিল্ডে দুর্দান্ত করে লিভারপুল। ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর এগারো মিনিটেই সমতায় ফেরে ওয়েস্ট হাম। বিরতির পর শ্রোতের বিপরীতে ৫৪ মিনিটে পাবলো ফোনালাসের শটে এগিয়ে যায় ওয়েস্ট হাম। তবে লিভারপুলকে সমতায় ফেরাতে ১৪ মিনিট সময় নেন মোহাম্মদ সালাহ। আর ৮১ মিনিটে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সাদিও মানের জয়সূচক গোলে হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল। লিগে ২৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবার ক্ষণ গুণছে অলরেডরা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পার্থক্য ২২ পয়েন্ট।