আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পইন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে ঢাকার বাংলামোটরে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন রাসেল। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের দাবি জোরদার হয়। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির বিজয় অর্জিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের পরিচালক শরীফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা আমিরুল মোমেনীনসহ অন্যরা।















