বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হবে আগামী বুধবার
- আপডেট সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হবে আগামী বুধবার। প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন ওই এলাকার ভোটাররা। শেষ মুহুর্তে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার রাখাইন অধ্যুষিত তালতলী উপজেলা। বৌদ্ধ বিহার, শুটকী পল্লী, সমুদ্র সৈকত, ইকোপার্কসহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপর এই উপজেলার ৬ ইউনিয়নে ভোট হবে ১৫ জুন বুধবার।
৬ ইউনিয়নে ৬৯ হাজার ৮৯৪ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন।
ভোটারদের সমর্থন আদায়ে শেষ মুহূর্তে দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে কিছু স্থানে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ভোটাররা।
ক্ষমতাসীন নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মী সমর্থকরা নর্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের।
অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থীরা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের দাপটে শঙ্কিত সাধারণ মানুষ।
সুষ্ঠুভাবে নির্বাচন করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালো স্থানীয় প্রশাসন।
তালতলীর ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্য পদে ১৭৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।