রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে

- আপডেট সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এসপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই আশ্বাস দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে দেশটির সহযোগিতা চেয়েছেন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও প্রধানমন্ত্রীর সাথে কথা হয় তাঁর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান।