ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের যন্ত্রপাতি শুল্কমুক্ত ঘোষণা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে কোয়াব

- আপডেট সময় : ০৯:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের যন্ত্রপাতি শুল্কমুক্ত ঘোষণা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস্ অ্যাসোসিয়েশন–কোয়াব। ডিজিটালাইজেশন করতে কম সুদে ব্যাংক ঋণেরও দাবি জানায় সংগঠনটি। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন তারা।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ — কোয়াব। এতে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল হোসেন, ডিজিটাল সেটটপ বক্স গ্রাহক পর্যায়ে সংগ্রহে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার দাবি জানান।সাড়ে চার কোটি গ্রাহক এবং ১২’শ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে বলে তথ্যমন্ত্রীর দেয়া বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যাংক ঋণ, শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানিসহ মোট ছয় দফা দাবি করা জানানো হয়।ক্যাবল অপারেটর থেকে গ্রাহক পর্যন্ত সেবা পৌঁছাতে প্রত্যেকটি স্তরে পদ্ধতিগত ক্ষতি হয় বলেও জানান তিনি।