স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঁচশত করোনাভাইরাস শনাক্তকরণ কিট হস্তান্তর করেছেন চীনা রাষ্ট্রদূত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চীনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসলেও মধ্যপ্রাচ্যসহ নতুন কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কিছুটা আতঙ্কের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে পাঁচশত করোনাভাইরাস শনাক্তকরণ কিট হস্তান্তর করে চীনা রাষ্ট্রদূত লি জিমিং।এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতোমধ্যেই ৩ লাখ মানুষের পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কাউকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা যায়নি। তবে বাংলাদেশের সব হাসপাতালে করোনা রোগী সনাক্ত করার যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে, কারো ফ্লু হলেই সাথে সাথেই খবর পাওয়া যাচ্ছে। রোগে আক্রান্ত হলেও চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। এ সময় স্বাস্থ্য সচিবও উপস্থিত ছিলেন। এসময় করোনা প্রতিরোধে কার্যকর ব্যব্সথা গ্রহণে একটি প্রতিবেদন মন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।