শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার হিসেবে সম্মাননা পেলেন নীহা চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ১৬০৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নীহা চৌধুরী ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫-এ বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে সম্মাননা অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তথ্যবহুল এবং সৃজনশীল কনটেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার নতুন মান তৈরি করার জন্য এই স্বীকৃতি তাকে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিহা চৌধুরীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন এসকেমিডিয়া পিআর এবং আয়োজন করেছে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।
পুরস্কার গ্রহণের পর নীহা চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমিইতিবাচক প্রভাব তৈরি করতে চাই এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে চাই। আজকের এই সম্মান আমাকে আরওবেশি অনুপ্রাণিত করছে।’




















