হঠাৎ করেই পেঁয়াজের বাজারে দামে আগুন
- আপডেট সময় : ০৪:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
হঠাৎ করেই পেঁয়াজের বাজারে লেগেছে আগুন। কয়েক দিনের ব্যবধানে বগুড়ার বাজারে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, সরবরাহে ঘাটতি না থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছে।
কৃষকের ঘরের পেঁয়াজের মজুদ যখন শেষ, তখনই বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অল্প কয়দিন আগেও বিক্রি হয়েছে অর্ধেক দামে। বাজার বিশ্লেষকদের মতে, এটি শুধু সরবরাহ সংকট নয়, বাজার কারসাজির অংশ।
বিক্রেতাদের দাবি, দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষ। আবার ভারত থেকে আমদানির পেঁয়াজ আসছে না। তাই সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
নতুন করে আমদানি কিংবা নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমতে পারে জানালেন, এই আমদানিকারক।
বাজারে সরবরাহ না বাড়ালে দাম আরো বাড়তে পারে-এমন আশঙ্কা সাধারণ ক্রেতাদের।

















