শাহজালালে আগুনে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি : বিজিএমইএ
- আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ২০১৩ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পোশাক শিল্পে ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে বিজিএমই। সংগঠনের সহ-সভাপতি এনামুল হক জানান, ক্ষতি পুষিয়ে নেয়া হবে বড় চ্যালেঞ্জ। বিমানের গাফলতিসহ নানা অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, আগুন নির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেয়া হবে। এছাড়া, বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার কোটি টাকার গার্মেন্ট পণ্য, ওষুধ শিল্পের কাঁচামালসহ মূল্যবান জিনিসপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছেন আমদানিকারকসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। নিঃস্ব হয়ে হিতাহিত জ্ঞান শূন্য অনেকে। ক্ষোভ আর হতাশায় দায়ি করছেন বিমানের নানা অব্যবস্থাপনাকে।
কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ-এর প্রতিনিধি দল। আগুনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া খুবই কঠিন চ্যালেঞ্জ হবে বলে জানান তারা।
বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখা, ক্ষতিগ্রস্তদের দাবি ও অভিযোগ আমলে নিয়ে সার্বিক বিষয়ে ব্যবস্থা নিবে সরকার। এ বিষয়ে উপদেষ্টারা বৈঠক করবেন বলেও জানান উপদেষ্টা।
কার্গো ভিলেজে লাগা আগুনে দেশের গার্মেন্ট ও ওষুধ শিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উপদেষ্টা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে কাজ করছে তদন্ত কমিটি। তবে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।












