গাইবান্ধা জেলায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড

- আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গেলো ২২ দিনে জেলার বিভিন্ন উপজেলায় ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। আর প্রশাসন বলছে, অপরাধীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলf বাহিনীর সদস্যরা।
গোবিন্দগঞ্জ কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার স্ত্রী’র পা ও গলা কেটে হত্যা করে। অন্যদিকে উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে ভাসমান বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ, প্রায় প্রতিদিনেই জেলার কোন কোন জায়গায় মিলছে মরদেহ।
এ সব মৃত্যু শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিক অবক্ষয়ের বহি:প্রকাশ দাবী করে সব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
এদিকে, জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল বাড়ানোসহ অপরাধীদের গ্রেফতারে মাঠ পর্যায় করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।
জেলা পুলিশের হিসেবে, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন অপরাধের ঘটনায় এক হাজার বেশি মামলা হয়েছে।