চট্টগ্রাম নগরীতে মনোরেল নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের

- আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো বন্দর নগরীতে মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যানজট নিরসনে আধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মনোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছে সিটি করপোরেশন। এ প্রকল্প বাস্তবায়ন করবে জার্মান ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি ওরাসকম এবং আরব কনস্ট্রাকশন গ্রুপ। অর্থায়ন থেকে শুরু করে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্বও থাকবে তাদের কাছেই।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে, যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। আর, এ জন্যই মনোরেল হতে পারে একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে।
মনোরেলটি তিনটি রুটে চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো হচ্ছে কালুঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত ২৬.৫, সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান চত্বর পর্যন্ত ১৩.৫ এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত ১৪.৫ কিলোমিটার। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। নির্মাণ শেষে হতে সময় লাগবে প্রায় ছয় বছর।
প্রকল্প বাস্তবায়ন করবে জার্মান ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি ওরাসকম এবং আরব কনস্ট্রাকশন গ্রুপ। অর অর্থায়নও করেব তারা। কেবল প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেবে সিটি কর্পোরেশন।
মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে, পাল্টে যাবে শহরের চেহারাই। এমনটাই মনে করছেন, প্রকল্প সংশ্লিষ্টরা।