ধানমন্ডিতে চলছে ফরিদা ইয়াসমিন পারভীনের চিত্র প্রদর্শনী ’কালার্স অব ন্যাচার’

- আপডেট সময় : ০৩:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে চলছে ’কালার্স অব ন্যাচার’ শিরোনামে চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শণী। ৭৫টি ছবিতে শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রকৃতির নানা রঙের ভিন্ন ভিন্ন গল্প।
সভ্যতার শুরুতেই শিল্পের স্বীকৃতি পাওয়া প্রায় ৬০ হাজার বছরের পুরনো শিল্প– চিত্রকর্ম। রাজধানীর ধানমন্ডি এলাকার সফিউদ্দীন শিল্পালয়ে চলছে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের ২য় একক চিত্র প্রদর্শনী। এক্রেলিক রঙে শিল্পী এঁকেছেন ফুল-পাখি-মাছ ফেনীল সমুদ্র, ফুটিয়ে তুলেছেন মৃত্তিকা-প্রকৃতি আর প্রাণী জগতের নানা দৃশ্য। কখনো দেশ, কখনো মহাদেশ কখনও-বা নজর হারানো গভীরতা। এসবেই মুগ্ধতা ছড়াচ্ছে দর্শনার্থীদের মধ্যে।
শিশু থেকে বৃদ্ধ সাধারণ থেকে অসাধারণ সবার কাছেই শিল্পীর তুলির আঁচড় যেন ভালোলাগার থেকেউ বেশি কিছু। প্রকৃতির সব রঙ ধরা দিয়েছে চার দেয়ালের বন্দী বাক্সে। আর তাই শহুরে জীবনে এই প্রদর্শণী যেন প্রাণের সঞ্চার।
শুক্রবার বিকালে চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে অন্যান্য অতিথীদের সাথে নিয়ে প্রদর্শণী উদ্বোধন করেন শিল্প বিষয়ক লেখক, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম।
একান্ত সাক্ষাত হয় চিত্রকরের সাথে।
প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বিনামূল্যের চিত্র প্রদর্শণী। শেষ হবে ২৪ জুলাই। কালার্স অব ন্যাচারের মিডিয়া পার্টনার এসএটিভি।