শীতের আগমনে নতুন রূপে সাঁজতে শুরু করেছে প্রকৃতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ২৫০৯ বার পড়া হয়েছে
শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় মোড়ানো পথ জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। উত্তরের জেলাগুলোতে দিনের বেশিরভাগ সময় গরমের দাপট থাকলেও সকাল সন্ধ্যা অনুভব হচ্ছে শীত। শীত আগমনে নতুন রূপে সাঁজতে শুরু করেছে প্রকৃতি।
বিদায় নিচ্ছে শরৎ। তাইতো কুয়াশার চাদরে মোড়া গ্রামীণ পথ-ঘাট; সবুজ প্রান্তর। শিশিরে ভেজা সোনালী ধানে মুক্তর ঝলকানি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
বাংলায় ঋতুর পালাবদলে তৈরি হয় উৎসবের আমেজ। নবান্নের আয়োজন চলে বাঙালির আঙিনায়।যদিও উওর জনপদে এবার শীত নেমেছে সময়ের আগেই।
ঋতু বদলের আয়োজনে হেমন্তের শুরুতেই শীতের আমেজ। নতুন ধানের পিঠা-পুলীর উৎসবে গ্রাম- বাংলার জীবন হয়ে ওঠে রঙিন।
কুয়াশার মিহি চাঁদরে মোড়ানো এমন সকালের সৌন্দর্য কেবল দেখা মিলবে এ বাংলায়।