কক্সবাজারে পর্যটকের ঢল
- আপডেট সময় : ০১:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ১৮৩১ বার পড়া হয়েছে
উৎসবের রঙ না থাকলেও, বছরের শেষ সূর্যাস্ত উপভোগ এবং থার্টিফাস্ট নাইট উদযাপনে দেশের প্রধান বিনোদন কেন্দ্র কক্সবাজার, লোকে লোকারন্য হয়ে গেছে। নতুন বছরে সুখবর হলো, প্রথমবারের মতো উখিয়ার ইনানী থেকে সরাসরি প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাওয়ার জাহাজ চালু হওয়া। এতে খুশি পর্যটকরা।
কেউ সমুদ্রের জলে ভাসা- ডোবার খেলায় ব্যস্ত; কেউ সৈকতে দাঁড়িয়ে নীল জলরাশির বিশালত্ব দেখছেন অবাক চোখে।
কক্সবাজার সাগর পাড়ের এই ছবি বছরের শেষ বিকেলের। আর এই উপস্থিতি পর্যটকের সাথে আশপাশ থেকে আসা হাজারো মানুষের।
ইংরেজী বর্ষ বিদায় আর বরণের দিনে ছুটি নেই। সৈকত পাড়েও নেই উৎসবের রং। তাই মন ভালো নেই ঘুরতে আসা পর্যটকদের। তারপরও নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুল করছেন না ভ্রমণ পিপাসুরা। ইংরেজী বর্ষ বিদায় আর বরণের দিনে ছুটি নেই। সৈকত পাড়েও নেই উৎসবের রং। তাই মন ভালো নেই ঘুরতে আসা পর্যটকদের। তারপরও নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুল করছেন না ভ্রমণ পিপাসুরা।
তবে বছরের এমন দিনে কক্সবজারের পর্যটন শিল্পে একটি নতুন সংযোজন খুশি এনে দিয়েছে সবার মনে। মেরিন ড্রাইভ লাগোয়া নৌ-বাহিনীর নবনির্মিত জেটি দিয়ে প্রথমবারের মতো চালু হয়েছে ইনানী থেকে সরাসরি সেন্টমার্টিন যাওয়ার জাহাজ।
মেরিন ড্রাইভ ব্যবহার করে এই সেন্টমার্টিন যাত্রায় সময় বাঁচবে সাড়ে তিন ঘন্টা৷