পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বাঁশি কারিগরদের

- আপডেট সময় : ০৭:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বাঁশি কারিগরদের। বংশ পরম্পরায় প্রায় ৬ যুগ ধরে বাঁশি তৈরীর কাজ করছেন নওগাঁ সদর উপজেলার দেবিপুর গ্রামের বাসিন্দারা। শিল্প টিকিয়ে রাখতে সরকারিভাবে ক্ষুদ্রঋণের সহযোগিতা চান ব্যবসায়ীরা।
পহেলা বৈশাখ, ঈদ কিংবা পূজা। গ্রাম বাংলার মেলাগুলোতে খেলনা হিসেবে অন্যতম আকর্ষণ নলের বাঁশি।
তাইতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পাড় কছেন বাঁশির কারিগরেরা। এ শিল্পের সাথে জড়িতরা বলছেন, গ্রামের প্রায় আড়াইশ পরিবার বাঁশি তৈরির সাথে জড়িত। বাপদাদার এই পেশায় সংসার চলে তাদের।
দেবিপুর গ্রামের বাঁশি বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তে। পাইকাররা গ্রামে এসেই সংগ্রহ করেন বাঁশি। ব্যবসা সচল রাখতে সরকারিভাবে ক্ষুদ্রঋণের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা।
সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না পেলেও ক্ষুদ্রঋণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চিকন লম্বা নল কেটে রোদে শুকানো, পরে মাপ অনুযায়ী কেটে জড়িয়ে দেয়া হয় রঙ্গিন ফিতা। আর এভাবেই তৈরি হয় বাঁশের বাঁশি।