সারাদেশে আজ থেকে এলাকাভিত্তিক এক থেকে দু’ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। প্রথম পর্যায়ে পরিকল্পিতভাবে দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। কোনো কোনো স্থানে তা দৈনিক দেড় থেকে দু’ঘণ্টাও হতে পারে।
তবে শিল্প-কারখানায় বিদ্যুতের লোড রেশনিং করা হচ্ছে না। কিন্তু গ্যাসের রেশনিং চলছে আগের মতোই। ডলার সংকট মোকাবিলা ও আমদানি খরচ কমানোর অংশ হিসেবে ডিজেলভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মসজিদসহ সব ধরনের উপাসনালয়ে বিদ্যুতের সাশ্রয়ী হওয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে নামাজের সময় বাদে অন্য সময় এসি ব্যবহার না করতে। রাত ৮টার পর সব দোকানপাট এবং মার্কেট বন্ধ রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।