করোনা আক্রান্ত হয়েছেন ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি।
স্থানীয় সময় রবিবার এক টুইটে এ কথা জানান ট্রাম্প। তবে জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রুডি জুলিয়ানির শারীরিক অবস্থা জানা যায়নি। তার মুখপাত্রও কোনো মন্তব্য করেনি। টুইটে ট্রাম্প ৭৬ বছর বয়সী জুলিয়ানির আরোগ্য কামনা করেন। নির্বাচনে হারের পর থেকে ট্রাম্প শিবিরের নেতৃত্ব দিচ্ছেন রুডি। প্রেসিডেন্টের মতই প্রমাণ ছাড়া একের পর এক নির্বাচনে জালিয়াতির অভিযোগও করছেন। ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত নিউইয়র্কের মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।এর আগে ১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেল ছিলেন বর্ষিয়ান এই আইনজীবী।