মার্কিনিরা করোনার ভ্যাকসিন নিতে বাধ্য নন : বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
মার্কিনিরা করোনার ভ্যাকসিন নিতে বাধ্য নন বলে জানিয়েছেন বাইডেন
মার্কিনিদের জন্য করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জনগণকে ঠিক কাজটি করতেই উৎসাহ দেবেন তিনি। তবে ভ্যাকসিন সহজলভ্য হলেও কোন নাগরিককে তা নিতে বাধ্য করা হবে না। এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রথমবারের মতো নিজের বাড়ি ছাড়া অন্য যে কোন বাসা বা কর্মস্থলে সর্বজনীন মাস্ক পরে থাকার আহ্বান জানিয়েছে। দেশটি সর্বোচ্চ মাত্রার সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে বলেও জানায় সংস্থাটি


















