সন্ত্রাস ও জঙ্গি দমনে ভারতের সাথে এক হয়ে কাজ করবেন : ট্রাম্প

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
সন্ত্রাস ও জঙ্গি দমনে ভারতের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ভারত-মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্যে সংঘাতের আবহে অস্বস্তি কাটাতে দু’দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। আজ এতে সই করবেন মোদী ও ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তার দেশ আর যুক্তরাষ্ট্র কেবল অংশীদার নয়; প্রকৃত বন্ধু। গুজরাটে বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম উদ্বোধন করার পর সোমবার বিকেলে সপরিবারে তাজমহল দেখতে যান ট্রাম্প। আগ্রায় ট্রাম্পকে স্বাগত জানান উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাজমহল দেখে মুগ্ধ হন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া দম্পতি। এর আগে, সোমবার সকালে সস্ত্রীক ভারতে পৌঁছান ট্রাম্প।