রাতে মাঠ কাঁপাতে নামবেন ভারত-পাকিস্তান

- আপডেট সময় : ১২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
টি টুয়ান্টি বিশ্বকাপের আরেকটি হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠ কাঁপাতে নামবেন ভারত-পাকিস্তান। এই মহারণের জন্য প্রস্তুত দুই দল। ২০১৯ বিশ্বকাপের পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ক্রিকেট যুদ্ধ দেখার সুযোগ পাচ্ছে ক্রীড়ামোদিরা।
উপমহাদেশের এই মর্যাদার লড়াইয়ে দুই দল তাকিয়ে থাকবে দুই অধিনায়কের দিকে। ভিরাটের ব্যাট আর নেতৃত্বে ক্রিকেট বিশ্বে পতপতিয়ে উড়ছে ভারতের পতাকা। নিশ্চিতভাবে এই ম্যাচেও পাকিস্তানী বোলারদের সবচেয়ে বড় হুমকি কোহলি। আর পাকিস্তানের ত্রাতা হতে পারেন অধিনায়ক বাবর আজম। তবে ফর্মের বিচারে সবচেয়ে সেরা ছন্দে আছেন মোহাম্মদ রিজওয়ান। ভারতে হয়ে ব্যবধান গড়ে দিতে পারেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাও। ভারতীয় বোলারদের জন্যও প্রেক্ষাপটটা একই। পাকিস্তানের বড় বিজ্ঞাপন অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দলপতি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি ব্যাটার। তাই তো লড়াইটা হবে ভিরাট বনাম বাবরের। গেল এক বছরে ৮ ম্যাচে ৭৩ গড়ে ৩৬৫ রান করেছেন কোহলি। আর বাবর আজম ২০ ম্যাচে ৪১ গড়ে করেন ৬৫৬ রান।