রমজানকে ঘিরে চট্টগ্রামের আমদানিকারকদের পণ্য কেনার প্রস্তুতি শুরু
- আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
রমজান ঘিরে পণ্য কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রামের আমদানিকারকরা। এবার রোজায় কোন পণ্যের সংকট হবে-না জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় এবার রোজায় ছোলা, ডাল, চিনিসহ চাহিদা বেড়ে যাওয়া পণ্যের দাম কমবে।
রমজানের বাকি এখনো তিন মাস। কিন্তু এরই মধ্যে রমজান ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ছোলা, চিনি, খেজুর, তেলসহ রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
রমজানে ছোলার চাহিদা অনেকটাই বেড়ে যায়। পুরো বছর জুড়ে ছোলার চাহিদা থাকে প্রায় দেড় লাখ টন। আর শুধু রমজানে পণ্যটির চাহিদা থাকে ৯৫ হাজার থেকে ১ লাখ টন। বর্তমানে বিশ্ববাজারে পণ্যটি কেজি প্রতি ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে আমদানি খরচসহ অন্যান্য খরচ মিলিয়ে এবারের রমজানে পাইকারিতে ৭০ থেকে ৮০ টাকায় ছোলা পাওয়া যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জুন থেকে নভেম্বর পর্যন্ত খেজুর উৎপাদন চলে। বর্তমানে ভরপুর মৌসুম হওয়ায় পণ্যটির দামও বিশ্ববাজারে কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। শুধু রমজানেই দেশে প্রায় ৬০ হাজার টন খেজুরের চাহিদা থাকে। ব্যবসায়ীরা বলছেন, শুল্কবাধা কেটে গেলে ভোক্তা কম দামেই খেজুর পাবেন। এদিকে, বিশ্ববাজারে ক্রমাগত কমছে চিনির দাম। এছাড়া ব্রাজিলে চিনির ভালো উৎপাদনের কারণে এ পণ্যের দাম কমতির দিকেই থাকবে বলে আশা তাদের। অন্যদিকে মশলার দামও রোজায় নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আগামী এক থেকে দেড় মাসের মধ্যে রমজানে চাহিদা থাকা পণ্য বাজারে প্রবেশ শুরু করবে। আর পাইকারি বাজারে পণ্য বেচাকেনা শুরু হবে জানুয়ারির মাঝামাঝি থেকে।





















