মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চালের আড়তে ২ লাখ টাকা জরিমানা

- আপডেট সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের পাইকারী বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বেশিরভাগ পাইকারী ব্যবসায়ী সটকে পড়েন। ব্যবসায়ীরা বলছেন, মজুদদাররা দাম বাড়ানোর ফলে পাইকারী ও খুচরা বাজারে চালের দাম বেশি। গোড়ায় দাম নিয়ন্ত্রণ করা না হলে, বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে দোকান ফেলে চলে যান ব্যবসায়ীরা।
পরে বিল ভাউচার দেখাতে না পারায় মদিনা রাইস এজেন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষোভ জানান মালিক আনোয়ার হোসেন। বলেন, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি মজুতদার বেশি দামে ধান কেনায় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে।
বেশি দামে বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার।
পালিয়ে যাওয়া ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার পাশপাশি চালের দাম নিয়ন্ত্রণে সরকার ও মিল মালিকদের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।
এছাড়া খাদ্য মন্ত্রণায়লের আলাদা ৬টা টিম অভিযানে নেমেছে।