ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন শ্রেয়াসী শ্রেয়া
- আপডেট সময় : ০২:০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছেন এ প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রেয়াসী শ্রেয়া। বিনোদন অঙ্গনে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি এসকে মিডিয়া পিআর-এর পৃষ্ঠপোষকতায় এবং ময়ূরপঙ্খী ফাউন্ডেশন-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঙ্গনের গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সৃজনশীল ও মেধাবী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে শ্রেয়াসী শ্রেয়া বলেন, ‘সম্মাননা আমার জন্য ভীষণ সম্মানের ও গর্বের। যারা সবসময় আমাকে ভালোবেসে পাশে থেকেছেন—আমার পরিবার, সহকর্মী এবং প্রিয় দর্শক-ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া পিআর ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে। এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে শ্রেয়সী শ্রেয়ার ছোটপর্দায় অভিষেক হয়। এরপর থেকে নিয়মিত কাজ করছেন তিনি। নাটক কিংবা ওটিটি যে মাধ্যমই হোক না কেন নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এই অভিনেত্রী। নিজেকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখতে চান না তিনি। নাটকে নিজেকে আরও প্রমাণ করে পা রাখতে চান চলচ্চিত্রে।




















