ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আবারো উত্তাল রাজধানী দিল্লি

- আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আবারো উত্তাল রাজধানী দিল্লি। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত হয়েছে ৭ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর-পূর্ব দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলও বন্ধ রাখা হয়েছে। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিষয়টি নিয়ে গেলো রাতেই দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করেছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ আবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির গভর্নরসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশ। এদিকে, দিল্লিতে সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি। গেলো সোমবার এক হাজার নারী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ শুরু করে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষে পুলিশসহ নিহত হয়েছে ৭ জন। আহত হয়েছে প্রায় ১০০ জন। এদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে সকালে আবারও মৌজপুর এবং ব্রহ্মপুরীতে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।