পিলখানা ট্র্যাজেডির সঠিক বিচার ও সুষ্ঠু তদন্ত হয়নি

- আপডেট সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পিলখানা ট্র্যাজেডির সঠিক বিচার ও সুষ্ঠু তদন্ত হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি করেন তিনি। এসময় ঘোষণা দেন- ভবিষ্যতে সুযোগ পেলে সঠিক তদন্ত করবে বিএনপি।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদর দফতর পিলখানায় ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে ট্র্যাজেডিতে নিহতদের কবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার ৫৭ সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের সঠিক বিচার করেনি। তবে বিএনপি সুযোগ পেলে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের ঘোষণাও দেন ফখরুল। দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে পিলখানায় জঘন্য ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে, সার্বভৌমত্বের প্রতি আঘাত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলেবন্দি রাখার মাধ্যমে সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।