নামজারি ও লীজ নবায়নের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ অফিস সহকারী ইভান গাজীর বিরুদ্ধে
- আপডেট সময় : ০৩:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলে নামজারি ও সরকারি সম্পত্তির লীজ নবায়নের নামে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইভান গাজীর বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, আমিনবাজার রাজস্ব সার্কেলে কর্মরত ইভান গাজী নামজারি কিংবা ভিপি সম্পত্তির লীজ নবায়নের জন্য নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন। তার দাবি অনুযায়ী টাকা না দিলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখা, অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া এবং দিনের পর দিন ঘুরানো হয় সেবা প্রত্যাশীদের।
স্থানীয়দের ভাষ্যমতে, টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের বলা হয়— এই নামজারি হবে না, লীজ নবায়ন সম্ভব নয়, কিংবা উচ্চ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন । এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, ইভান গাজী তার সহযোগী হিসেবে নিজের শ্যালক মেহেদীকে ব্যবহার করে বিকাশের মাধ্যমে ঘুষ লেনদেন পরিচালনা করেন। সংশ্লিষ্ট বিকাশ নম্বর ও মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ কথোপকথন যাচাই করলে অনিয়মের প্রমাণ পাওয়া যেতে পারে বলে দাবি অভিযোগকারীদের।
জানা গেছে, এর আগেও তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখায় কর্মরত থাকাকালে একই ধরনের অভিযোগে আলোচিত ছিলেন। প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতার কারণে বারবার রক্ষা পেয়ে বর্তমানে আমিনবাজার রাজস্ব সার্কেলকে কার্যত দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে আমিনবাজার ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি সেবা পেতে গিয়ে আমাদের প্রকাশ্যেই ঘুষ দিতে হচ্ছে। আমরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এব্যাপারে ইভান গাজীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।










