নাটোর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নাটোর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারিদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে নাটোরে এবং কুড়িগ্রামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে এই কর্মসুচি পালন করা হয়।
মানিকগঞ্জের দরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের বিভিন্ন দুর্নীতি ও ঘুষের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভোক্তভোগীরা।
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকার রাজারবাগের পীরের ভূমিদস্যুতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালী উচিতারবিল গ্রামের বাসিন্দারা।
সাতক্ষীরার কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান রাজাকারপুত্র ও দুর্নীতিবাজ গাজী শওকাত হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।