দু’দিনের সফরে স্ত্রীসহ ভারতে পৌঁছেছেন ট্রাম্প

- আপডেট সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দু’দিনের সফরে স্ত্রীসহ ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল ১১টা ৪০ মিনিটে আমেদাবাদে পৌঁছায় ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান।
ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোতেরা স্টেডিয়ামে যান তারা। বিমান বন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজন করা হয় মেগা রোড শো। বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়াম উদ্বোধনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অংশ নেবেন ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে। পরে তাজমহল পরিদর্শন করবেন তারা। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ দিল্লি পাড়ি দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র খবরে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে মার্কনি প্রেসিডেন্টের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই সফরে বহুল প্রত্যাশিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হচ্ছে না। তবে ভারত-মার্কিন ছোটখাটো বাণিজ্য চুক্তিসহ প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে চুক্তি সাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।