ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের জয় পেয়েছে টাইগাররা। নাইম-তাইজুলের স্পিনঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৯ রানে অলআউট জিম্বাবুয়ে
২৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কাসুজা ও টেইলরের ব্যাটে এদিনও শুরুটা ভাল হয়নি সফরকারীদের। ৩৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন এই দুই ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে–প্রতিরোধ গড়েন অধিনায়ক ক্রেইগ-আরভিন ও সিকান্দার-রাজা। তাদের ৬০ রানের জুটি ভাঙে–আরভিনের ৪৩ রানের বিদায়ে। এরপর এক প্রান্ত আগলে রেখে লড়াই করলেও নিজের ইনিংসকে বড় করতে পারেননি সিকান্দার রাজা। ফিরেছেন ৩৭ রানে। এর আগে, মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংস করেছিলো ২৬৫ রান।