টানা ১৪তম দিনের মতো বিক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
পুলিশি নির্মমতায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে টানা ১৪তম দিনের মতো বিক্ষোভে উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তথ্য অনুযায়ী ৫০ অঙ্গেরাজ্যের অন্তত ১৪০ টি শহরে বিক্ষোভ হয়।
বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে। নর্থ-ক্যারোলাইনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে। এদিকে, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইউরোপের দেশ ছাড়াও বর্ণবাদীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়াতে।

 
																			 
																		















