জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু অস্ট্রেলিয়ার

- আপডেট সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাঁচ উইকেটে বড় ব্যবধানে। আর বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করলো ইংল্যান্ড। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে তারা।
প্রোটিয়াদের দেয়া ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে জয় পায় অজিরা। আর ৭০ বল হাতে রেখে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে ইয়ন মরগান বাহিনী। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৮ তোলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে কঠিন পরীক্ষা দিতে হয় অজিদের। দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। শেষ ওভারে রোমাঞ্চকর ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এদিকে, ক্যারিবিয়দের দেয়া ৫৬ রানের টার্গেটে খেলতে নেমে জয় পায় ইংল্যান্ড। ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে শুভ সূচনা করেন জেসন রয় ও জস বাটলার। তবে হঠাৎ হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ২১ রানে ফিরে যান রয়। এরপর দ্রুত ফেরেন জনি বেয়ারস্টো, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন। তখন স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩৯ রান ইংলিশরা। পরে কক্ষপথে থেকে অধিনায়ক মরগানকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বাটলার। তিনি ২২ বলে ৩ চারে ২৪ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্তে ৭ রানে টিকে থাকেন মরগান। উইন্ডিজের হয়ে ২ উইকেট নেন আকিল হোসেন।