চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ।
সকালে ঢাকার আগারগাঁওয়ে এলজিইডি ভবনের সামনে অবস্থান নিয়ে এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করে এলজিইডি কর্মচারি ঐক্য পরিষদ। ৮ থেকে ১০ বছর পর্যন্ত মাস্টাররোলে চাকরি করার পরেও কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ী নিয়োগ না দিয়ে উল্টো সার্কূলার দিয়ে নতুন জনবল নিয়ে দেয়ার অভিযোগ করেন তিনি। উচ্চ আদালতের রায় থাকার পরেও তাদেরকে স্থায়ী নিয়োগ না দেয়ার ক্ষোভের কথা জানান অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকরা। পাশপাশি তাদের দাবি নিয়োগ বাণিজ্য করতে এলজিইডি’র কর্তৃপক্ষ নতুন করে জনবল নিয়োগ দিচ্ছেন। তাদের চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।