খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ ।
দুপুরে সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। গেল রোববার বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন বুধবারের মধ্যে জমা দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কি না, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কি না, চিকিৎসা শুরু হলে এখন কী অবস্থা, তা জানিয়ে বুধবারের মধ্যে আদালতে এ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার মামলাটির শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা আসবে বলেও জানান আইনজীবীরা।