কোভিড-নাইনটিনকে মহামারি ঘোষণা করার জন্য প্রস্ততি নেয়ার সময় এসেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

- আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে চীনে নতুন করে মৃত্যু হয়েছে আরো ৭১ জনের। আর চীনের বাইরে মারা গেছেন ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৯৮।
নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্য কমিশন জানায়, সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে আরো ৫০৮ জন। আর আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৮ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৩ জনের। এদিকে, দক্ষিণ কোরিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে আরো ৬০ জন। দেশটিতে সর্বমোট ৮৯০ জন আক্রান্তসহ মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও জাপানের প্রমোদতরীতে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মারা গেছে ৭ জন। ইরানে মৃত্যু হয় ১২ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-নাইনটিনকে মহামারি ঘোষণা করার জন্য প্রস্ততি নেয়ার সময় এসেছে। তবে এখনই তা ঘোষণা করা হবে না। সবশেষ তথ্য অনুযায়ী, চীনের বাইরে কোভিড-নাইনটিনে মারা গেছেন ৩৫ জন। বিশ্বব্যাজপী এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮০ হাজারেও বেশি।