কুমিল্লায় মেরামতের অভাবে অচল বেশ কিছু ডেমু ট্রেন

- আপডেট সময় : ০৪:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৫২৯ বার পড়া হয়েছে
যথাযথ প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লায় মেরামতের অভাবে স্থায়ীভাবে অচল হয়ে গেছে বেশ কিছু ডেমু ট্রেন। কুমিল্লার লাকসাম ও চট্টগ্রামের লোকশেডে পড়ে আছে ট্রেনগুলো। সাধারণ যাত্রীদের দাবী, এই ট্রেনগুলো সচল হলে ট্রেন যাত্রায় ভোগান্তী কমবে তাদের। স্টেশন মাষ্টার জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে।
২০১২ সালে চীন থেকে আমদানি করা হয়েছিলো ২০টি ডেমু। খরচ হয় প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। ৩০ বছর সেবা দেয়ার কথা থাকলেও ২০২০ সালে মাত্র ৮ বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া চার সেট ডেমুর সবই এখন অচল। তিন কোচ ও দুই ইঞ্জিন বিশিষ্ট ডেমু ট্রেনটি জুড়ে শুধুই মরিচা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় সিট, পাখা ও দুই ইঞ্জিনের ভাঙাচোরা অংশ।
কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর রুটে ২০ জোড়া ট্রেন এবং কুমিল্লা-ঢাকা ও কুমিল্লা-চট্টগ্রাম রুটে ৩৪ জোড়া ট্রেনসহ লোকাল ও আন্ত:নগর মিলিয়ে মোট ট্রেন ছিলো ৫৪ জোড়া। এরমধ্যে ৫ বছরে বন্ধ হয় ১৮ জোড়া ট্রেন। যার মধ্যে ডেমু রয়েছে ৪ জোড়া।
রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেন অপ্রতুল। ডেমু বন্ধে সেই সংকট আরো প্রকট হয়ে উঠেছে। সংস্কার করে পুনরায় ট্রেনগুলো চালু করা হবে এমনটাই দাবী সাধারণ যাত্রীদের।