করোনা ভাইরাস ঠেকাতে বেনাপোলে স্থলবন্দরে সতর্কাবস্থায় রয়েছে স্বাস্থ্য বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস ঠেকাতে বেনাপোলে স্থলবন্দরে সতর্কাবস্থায় রয়েছে স্বাস্থ্য বিভাগ। দিনাজপুরের সীমান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বিজিবি-বিএসএফ।
বেনাপোলে স্থলবন্দরে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। ১৭ জানুয়ারী থেকে এপর্যন্ত ৯২ হাজার ৬৪৮ পাসপোর্ট যাত্রী, ভারতীয় ট্রাক চালক ও ট্রেনের যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বাড়তি সতর্কতা হিসাবে বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হচ্ছে।
এদিকে, দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় করোনা বিষয়ে সচেতনতা মূলক কাযর্ক্রম চালাচ্ছে বিজিবি-বিএসএফ। ভান্তারা ইউনিয়নের সীমান্তে শুন্য রেখা বরাবর চাষী-শ্রমিকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।